Take a fresh look at your lifestyle.

চতুর্থবারেরমত প্রধানমন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা: আরজু

Get real time updates directly on you device, subscribe now.

পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা ৬৯-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর দির্ঘদিন পরে নিজ নির্বাচনী এলাকায় আগমনের কথা শুনে তাকে বরণ করে নিতে জনতার ঢল নামে। এসময় নেতাকর্মী ও সমর্থকদের শ্লোগানে  ভরে যায় পুরো কাজিরহাট ঘাট এলাকা। বৃহস্পিতিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ফেরী পথে কাজিরহাট ঘাটে নামার পর হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

পরে আমিনপুর থানার জনসাধারনের আয়োজনে এক কর্মী সমাবেশে যোগ দিয়ে সাবেক এই সংসদ বলেন,বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করতে তার নির্দেশ বাস্তবায়নে যখন যে দায়িত্ব দেন, তা পালন করতে সর্বদা প্রস্তুত আছি।আসছে আগামী দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারেরমত জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে আমি বদ্ধপরিকর।

বর্তমানে যে উন্নয়ন কার্যক্রম চলছে সে ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দল আমাকে পুনরায় মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী। আর দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নৌকার বিজয় উপহার দেব ইনশাআল্লাহ। কিন্তু মনোনয়নতো রয়েছে জননেত্রী শেখ হাসিনার হাতে, সে যাকে ভালো,শিক্ষিত আর যোগ্য মনে করবেন তাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন।

দীর্ঘদিন পরে হলেও মাটির টানে নিজ এলাকায় ফিরে জনতার ভালবাসায় সিক্ত হয়ে তাদের কাছে চিরঋণী হয়ে রইলাম। পরে এক মোটরসাইকেল শো ডাউনের মাধ্যমে পথে পথে জনতার ভালবাসায় সিক্ত হয়ে নিজ বাড়িতে বিকেল ২ টায় পৌঁছান তিনি। সেখানেও জনসমাগম লক্ষ্য করা গেছে। এতে করে তার নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। পরে তিনি পাবনার বেড়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এপ্রিল ০৬, ২০২৩ at ১৭:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হার/সুরা

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: