Take a fresh look at your lifestyle.

আমরা জনগণের সেবক, জনগণের সেবা দেওয়ায় আমাদের লক্ষ্য: জেলা প্রশাসক বগুড়া

Get real time updates directly on you device, subscribe now.

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আমরা জনগণের সেবক। জনগণের ভাষা বুঝে সেবা দিতে হবে। প্রভাববলয় ও প্রতিবন্ধকা হয়। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমরা কৃষি নির্ভরশীল। আমাদের দেশের আমদনী নির্ভরতা কমাতে হবে। তাই আমাদের আশেপাশের জমি সহ পতিত জমিও যেন এক ইঞ্চি পড়ে থাকে সেদিকে লক্ষ্য রাখতে থাকে। আমাদেরকে নিজেদের ফসল উৎপাদন করে ফসলের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

আমরা জনগণের সেবক, জনগণের সেবা দেওয়ায় আমাদের লক্ষ্য। বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে কিছু দুষ্ট চক্র উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করছে। এই দুষ্ট চক্রকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি বৃহস্পতিবার উপজেলা শহীদ হাফিজার রহমান হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু।

থানা অফিসার ইনচার্জ মনজুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, আশরাফ আলী সহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইল চেয়ার ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খেলাধূলার সামগ্রী বিতরণ করেন।

এপ্রিল ০৬, ২০২৩ at ১২:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সামি/সুরা

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: