বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তির খবর দিলো বাণিজ্য মন্ত্রণালয়। খোলা ও প্যাকেটজাত চিনির দাম খুচরা পর্যায়ে কেজিতে ৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে নতুন দাম।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৮ এপ্রিল থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টাস্কফোর্সের ৬ষ্ঠ সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, ‘শুল্ক ছাড় দেয়ায় চিনির দাম কেজিতে ৫ টাকা কমাতে সম্মত হয়েছে ব্যবসায়ীরা। শুল্ক কমানোর ফলে প্রতি কেজি চিনিতে সাড়ে ৪ টাকার মতো কমানো যাবে। তবে আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে ৫ টাকা কমানোর অনুরোধ করেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।
তারই পরিপ্রেক্ষিতে এবার খুচরা পর্যায়ে কমানো হলো খোলা ও প্যাকেটজাত চিনির দাম।
এপ্রিল ০৬, ২০২৩ at ১৯:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.